রবিবার , ৯ জুন ২০২৪ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

উগান্ডাকে লজ্জায় ডুবিয়ে ক্যারিবিয়ানদের যত রেকর্ড

প্রতিবেদক
admin
জুন ৯, ২০২৪ ৭:৫০ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জায় পুড়ল আফ্রিকান দেশ উগান্ডা। অথচ চলতি আসরে তারা বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল দু’দিন আগে, সেই শুভক্ষণ বিস্মৃত হলো বড় ব্যবধানের হারে।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে উগান্ডা মাত্র ৩৯ রানেই গুটিয়ে যায়। ফলে ১৩৪ রানের বড় ব্যবধানে জিতল বিশ্বকাপের আয়োজকরা। যা রানের হিসেবে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়।

৩৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই সর্বনিম্ন দলীয় স্কোর। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানেই অলআউট হয়েছিল নেদারল্যান্ডস। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উগান্ডার সর্বনিম্ন স্কোর এটি।

১৩৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে এর চেয়ে বড় ব্যবধানে জয় মাত্র একটি। ২০০৭ সালে টুর্নামেন্টের প্রথম আসরে কেনিয়ার বিপক্ষে ১৭২ রানে জিতেছিল শ্রীলঙ্কা। এছাড়া সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় জয় এটি। ২০১৪ বিশ্বকাপে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়েছিল তারা।

এই সংস্করণে টানা ছয়টি ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০১২-১৩ মৌসুমে টানা ৭টি ম্যাচ জিতেছিল তারা।

১৭৩

কোনো ব্যাটসম্যানের ফিফটি ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ স্কোর। ২০১৪ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে কোনো ফিফটি ছাড়া ১৬৬ রান করেছিল ক্যারিবিয়ানরা।

উগান্ডাকে গুঁড়িয়ে ১১ রানে ৫ উইকেট নেন আকিল। বিশ্বকাপে দেশটির কোনো বোলারের প্রথম ৫ উইকেট এটি। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে স্যামুয়েল বাদ্রির ১৫ রানে ৪ উইকেট ছিল আগের সেরা।

উগান্ডার আট ব্যাটসম্যান এলবিডব্লিউ বা বোল্ড হয়েছেন। অর্থাৎ ফিল্ডারের কোনো সহায়তা লাগেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে ফিল্ডারের সহায়তা ছাড়া এর চেয়ে বেশি আউটের ঘটনা আছে আর একটি। ২০২১ সালে আফগানিস্তানের বিপক্ষে স্কটল্যান্ডের ৯ ব্যাটসম্যান এলবিডব্লিউ বা বোল্ড হয়েছিলেন। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস