শনিবার , ১৫ জুন ২০২৪ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক করার দায়ে দুই যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
admin
জুন ১৫, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ

মোস্তাফিজার রহমান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণার দায়ে দুই যুবক গ্রেপ্তার করেছে পুলিশ। দিনাজপুরে পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে লোকজনের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৫ জুন) দুপুরে দিনাজপুর কোতয়ালী থানায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে জানান এ খবর নিশ্চিত করেন পুলিশ।বৃহস্পতিবার (১৩ জুন) রাতে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ঠনঠনি পাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন,সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া পাড়া গ্রামের কাছের মাহমুদের ছেলে আলামিন (২১) ও সাম্বারুর ছেলে রুহুল আমিন।দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান,তিনি বলেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ ও প্রবাসী কল্যাণ অফিসার সহ বেশ কয়েক জন অফিসারের ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে আইনি সহায়তা তথা জিডি,মামলার তদবির,পুলিশ ক্লিয়ারেন্স,তদন্ত রিপোর্ট পক্ষে করে দেওয়ার নামে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয় এই দুই যুবক।এমন অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। আসামিদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি