মঙ্গলবার , ১৮ জুন ২০২৪ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

অর্থনৈতিক দৈন্যতায় সবাই আনন্দের সঙ্গে ঈদ করতে পারেনি: বিএনপি

প্রতিবেদক
admin
জুন ১৮, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের রাতে শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের মানুষের যে অর্থনৈতিক অবস্থা, দৈন্যতা, আজকে যে খারাপ অবস্থা, ঈদ সকলে সেইভাবে আনন্দের সঙ্গে করতে পারেনি। এ ব্যাপারে আমরা কষ্টে আছি, সকলে এই ব্যাপারে দুঃখিত। আমাদের নেত্রীও দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার (১৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে খালেদার গুলশানের বাসা ‘ফিরোজা’য় যান খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। রাত সাড়ে ৯টার পর তারা বেরিয়ে আসেন।

গেইটের সামনে অপেক্ষমান সাংবাদিকদের খন্দকার মোশাররফ হোসেন বলেন, পবিত্র ঈদের দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আমরা উপস্থিত হয়েছিলাম। আপনারা জানেন যে, প্রত্যেক বছরই আমাদের নেত্রীর সাথে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আমরা একত্রিত হই। এই বছরও তাই করেছি।

ড.মোশাররফ আরও বলেন, দেশের মানুষজনকে এবং দলের নেতাকর্মীকে দেশনেত্রী শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতে বাংলাদেশে মানুষ যেভাবে চায় সেভাবে যাতে করে অর্থনৈতিক-সামাজিক সর্বক্ষেত্রে উন্নতি হয়ে সকলে আনন্দের সঙ্গে সুখ-স্বচ্ছন্দের সাথে এই ধরনের ঈদ এবং জীবন-যাপন করতে পারে সেজন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দোয়া করেছেন।

তিনি বলেন, আমাদের মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) তিনি নিজের দেশের বাড়িতে আছেন। সেজন্য তিনি আজকে অনুপস্থিত।

নিজের দীর্ঘদিন অসুস্থতা থাকার বিষয়টি উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, আমি ব্যক্তিগতভাবে অসুস্থ। আপনারা জানেন আমি প্রায় এক বছর অসুস্থ। আল্লাহ তায়ালা আমাকে আপনাদের দোয়ায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্যগণসহ সকল স্তরের নেতাকর্মীদের দোয়ায় আমাকে ফেরত পাঠিয়েছেন। আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমাদের নেতাকর্মীসহ দেশবাসীকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আমরা প্রত্যেক ঈদে আমাদের নেত্রীর সাথে দেখা-সাক্ষাৎ করি এবং ঈদের ‍শুভেচ্ছা বিনিময় করি। এখানে কিন্তু রাজনীতি নিয়ে আমরা আলোচনা করি না। আমাদের নেত্রীও করেন না। আজকেও তাই হয়েছে।

স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাতের পরে দলের ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সুজা উদ্দিন, আবদুল কাইয়ুম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের আগের দিন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদও গুলশানের বাসায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন।

৭৮ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগে ভুগছেন। তিনি গুলশানের বাসা ফিরোজায় থাকছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় তাকে।

এরপর থেকে গুলশানের ওই বাসায় থাকছেন খালেদা জিয়া, যেখানে দলের নেতাকর্মীসহ অন্যরা তার সাক্ষাৎ পান না। কেবল দুই ঈদে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করে আসছেন। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

যাদের ঘর করে দিয়েছি তাদের জীবন বদলে গেছে: প্রধানমন্ত্রী

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ

দিনাজপুরে আবারো সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত।

সাংবাদিককে কারাদন্ডের ঘটনা সুষ্ঠু তদন্তের ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

প্রস্তুত হচ্ছে দেশের সবচেয়ে বড় ঈদগাহ, থাকছে দুটি বিশেষ ট্রেন

ফিরোজায় স্বজনদের সঙ্গে খালেদা জিয়ার ঈদ, রাতে শীর্ষ নেতাদের সাক্ষাৎ

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে, বিদেশ যেতে পারবেন না

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ