বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

সেন্টমার্টিন নিয়ে গুজবে কান দেবেন না: বিজিবি মহাপরিচালক

প্রতিবেদক
admin
জুন ২৭, ২০২৪ ৮:১৭ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) কক্সবাজারের টেকনাফের বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিন নিয়ে কোনো কোনো মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান। এই গুজবে কান না দিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে চট্টগ্রামের বাইতুল ইজ্জতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এদিন বিজিবির ১০১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন সংস্থাটির প্রধান।

সম্প্রতি মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে টেকনাফের নাফ নদী অনিরাপদ হয়ে ‍উঠে। বাংলাদেশি নৌযানকে লক্ষ্য করে পরপর কয়েকট গুলির ঘটনায় ওই পথে সেন্টামার্টিন যাতায়াত বন্ধ হয়ে যায়। পরে সেখানে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিলে সরকার বিকল্প পথে সেখানে জাহাজে করে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পাঠায়। বিকল্প পথে সেন্টমার্টিনের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এটাকে সেন্টমার্টিন বাংলাদেশের হাতছাড়া হয়ে যাওয়ার অভিযোগ করছেন।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, বিজিবি যেকোনো মূল্যে দেশের অখণ্ডতা রক্ষা করবে। সেন্টমার্টিনের বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। সেগুলোতে কান দেওয়া যাবে না।

SSS

আশরাফুজ্জামান বলেন, মিয়ানমারের অভ্যন্তরে ঝামেলার কারণে ভুগবে না বাংলাদেশ। ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে ইনানী থেকে বিকল্প পথে জাহাজ চলছে।

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে যাতে সীমান্তে কোনো বাংলাদেশি আক্রান্ত না হয় সেজন্য দেশটির সরকার ও বিদ্রোহীদের সঙ্গে কথা বলা হয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক।

এর আগে সকালে চট্টগ্রামের বাইতুল ইজ্জতে বিজিবির ১০১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে পুরো প্যারেড ঘুরে দেখেন বিজিবি মহাপরিচালক। এসময় বিজিবির নতুন সদস্যরা সশস্ত্র সালাম জানান তাকে।

বিজিবি মহাপরিচালক নবীন সৈনিকদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্যে বলেন, সীমান্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিজিবি। তাই সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বিজিবির ১০১তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত ১৪ জানুয়ারি বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিএন্ডসি) শুরু হয়। সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে নতুন করে ৩৬ নারীসহ ৫৫৬ জন সৈনিক যুক্ত হলো বাহিনীতে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - রাজনীতি