মোঃ জাহিদ হোসেন (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর পৌরসভাধীন নিমনগর শেখপুরা লাইনপাড় এলাকায় দুবৃত্তরা সংবদ্ধ হয়ে হামলা, মারধর, লুটপাট, ভাংচুর করেছে। এ খবরে সরেজমিনে দেখা যায়, হামলাকারীরা একই এলাকার বাসিন্দা। ভুক্তভোগী পরিবারের মোঃ জাহিদ হোসেন জানান, গত ৫ আগষ্ট ২০২৪ সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৫টায় অতর্কিতভাবে হামলা চালায় তারা, বাড়ীতে প্রবেশ করে বাড়ীর যাবতীয় জিনিসপত্র ভাংচুর করে। রাইস কুকার, প্রেসার কুকার, কম্পিউটার, একটি সাউন্ড বক্স, ৪টি মোবাইল সেট ও নগদ ৩০,০০০/- (ত্রিশ হাজার) লুটপাট করে নিয়ে যায় এবং তার ভাই মোঃ শাহীন আলম এর পুকুরের সীমানা খুঁটি ভাংচুর করে যার আনুমানিক ক্ষতি ২০ হাজার। তার ভাইয়ের পুকুরে চাষাবাদকৃত প্রায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার মাছ ছাড়া আছে, পুকুরের মাছগুলো ধরে নিয়ে যাচ্ছে তারা। তিনি আরো জানান, ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন রেলঘুন্টি শাপলা যুব ও ক্রীড়া সংঘের সদস্যরা তাদের নিজ দুষ্কৃতিকারীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকায়, হামলা করে, লুটপাট করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
দুবৃত্তরা হলেন মোঃ আকবর আলীর পুত্র মোঃ শাহীন, মোঃ সাইফুল ইসলাম গুড্ডু, মোঃ জাবেদ, হিরুর পুত্র মোঃ ফারুক, মৃত আব্দুস সাত্তাতেরর পুত্র মোঃ জাকির, মোঃ হারুন, মৃত শুকুর আলীর পুত্র মোঃ রাসেল, মোঃ রহিম ওরফে মিঠা বাবাজীর পুত্র মোঃ মিলন মৃত দ্বারাজ মিয়ার পুত্র মোঃ রফিকুল ইসলাম রবি, আনোয়ারের পুত্র মোঃ আল-আমিন, লাল মিয়ার পুত্র জিল্লুর, দুলালীর পুত্র মোঃ আলিফসহ অচেনা দুবৃত্তদের সাথে নিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে গত ১০ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোঃ শাকিল ও শুভসহ তৎসঙ্গে ছাত্র সদস্য প্রায় ২০ জনের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শনসহ দুবৃত্তদের মাছ ধরতে নিষেধ করেন। এ ব্যাপারে দিনাজপুর সদর সেনা ক্যাম্পে মেজর বরাবর চারজন দুবৃত্তের ছবি ও ঘটনাস্থলে ছবিসহ একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।