বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

নৌকা ফুটো হয়েছে, বৈঠা খুঁজে লাভ নেই: সমন্বয়ক হাসনাত

প্রতিবেদক
admin
আগস্ট ১৫, ২০২৪ ৭:০১ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে নৌকা চালানোর দুঃস্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, নৌকা ফুটো হয়ে গেছে, বৈঠা খুঁজে লাভ নেই।

শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজধানীর শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের সময় এসব কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি ভারত নিশ্চিত করবে।

ভারতের উদ্দেশে কী বার্তা দিতে চান? এমন এমন প্রশ্নের জবাবে জয় বলেছিলেন, ‘এ বিষয়ে নেতৃত্বের ভূমিকা নিয়ে বাংলাদেশে সংবিধান সমুন্নত রাখার বিষয়ে কাজ করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানাব। কারণ, এটা ঘটছে ভারতের দুয়ারে। আশা করব, বাংলাদেশে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি নিশ্চিত করবে নয়াদিল্লি। একইসঙ্গে বিশৃঙ্খল জনতার (মব) শাসনের অবসান হবে। আওয়ামী লীগকে রাজনৈতিক প্রচার চালানো ও পুনর্গঠিত হতে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত করা হলে আমি এখনো আত্মবিশ্বাসী, আমরা নির্বাচনে জয়ী হব। আমরা এখনো (বাংলাদেশের) সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল।’

বৃহস্পতিবার শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের সময় জয়ের বক্তব্যর বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে নৌকা চালানোর দুঃস্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ৯০ দিনের মধ্যে নির্বাচন বন্দোবস্ত করতে ভারতের প্রতি জয়ের আহ্বান সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সকাল নয়টার পর থেকেই শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হতে থাকেন। তারা শেখ হাসিনার বিচারসহ নানা স্লোগান দেন। সাংস্কৃতিক জোটের কর্মীরা বিভিন্ন গানের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জীবিত করছেন। সারাদেশের সব ছাত্র-জনতাকে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস