বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

প্রতিবেদক
admin
আগস্ট ১৫, ২০২৪ ৬:৩৬ পূর্বাহ্ণ

মাহবুবুল হক খান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের আওয়ামী লীগের সমর্থনে দেয়া বক্তব্য প্রত্যাহার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে যুবদলের এই বিক্ষোভ মিছিল হয়।
মঙ্গলবার (১৩ আগষ্ট ২০২৪) জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল ও সাধারণ সম্পাদক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদে প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এছাড়া জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল ও সাধারণ সম্পাদক কে মাসুদুল ইসলাম মাসুদ বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে আগামী ১৪ ও ১৫ আগষ্ট যুবদলের প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকার আহবান জানান বক্তারা।
মিছিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি তােসাদ্দেক হোসেন তোসা, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা যুবদলের সাংগঠিনক সম্পাদক মকসেদুল ইসলাম টুটুলসহ জেলা যুবদল, কোতয়ালি যুবদল, পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বি়ভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ক্যাম্পাস