(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ সময়টা সরফরাজ খানের জন্য ছিল স্বপ্নের মত। দীর্ঘ সময় অপেক্ষার পর সুযোগ মিলে ভারতের জার্সি গায়ে মাঠে নামার। অভিষেকটাও মনে রাখার মতই করেছিলেন ভারতীয় এই ব্যাটার। জাতীয় দলের হয়ে নিজের প্রথম টেস্টেই জোড়া ফিফটি করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে এরপর আরও একবার পঞ্চাশ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে দুর্দান্ত সূচনার পরও জাতীয় দলে তাঁর জায়গা পাকা হয়নি।
আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে ভারত। এই সিরিজ দিয়েই দলে ফেরার কথা বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়্যারের। ফলে টাইগারদের বিপক্ষে সিরিজে সরফরাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা কমই। তবে দলে থাকবেন কি না নিশ্চিত না হলেও নিজেকে ঠিকই প্রস্তুত রাখছেন ভারতীয় এই ব্যাটার।
সরফরাজ বলেন, ‘আমি বাংলাদেশ সিরিজের কথা ভাবছি না। তবে আমাকে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, প্রস্তুত থাকতে হবে। ম্যাচ খেলা আমার জন্য গুরুত্বপূর্ণ। মুম্বাইয়ে বৃষ্টির কারণে এমন অনুশীলনের সুযোগ পাইনি।’
নিজেকে সবসময় প্রস্তুত রেখেছেন জানিয়ে সরফরাজ আরও বলেন, ‘আমার কোনো প্রত্যাশা নেই। কিন্তু সুযোগ এলে আমি প্রস্তুত থাকবে। আমি সব সময় এটিই করে আসছি। সেটা বদলানোর কোনো কারণও দেখছি না।’
নিজের দুর্দান্ত অভিষেক নিয়ে সরফরাজ বলেন, ‘কেউ ক্যারিয়ারের শুরুতেই সুযোগ পেয়ে যায়, কাউকে অপেক্ষা করতে হয়। আমার ক্ষেত্রে বলতে গেলে, এত সময় লাগার কারণে আমি আসলে ভাগ্যবানই ছিলাম। কারণ, আমি ঘরোয়াতে অনেক সময় কাটাতে পেরেছি, যেটি আমাকে আরও ভালো ব্যাটসম্যান হিসেবে গড়ে তুলেছে। অভিষেকে প্রথম তিন বলে স্নায়ুচাপে ভুগছিলাম, তবে এর পর থেকে নিয়ন্ত্রণ ছিল। ঘরোয়াতে যা করতাম, টেস্টেও তা–ই করছিলাম। আমার মনোভাব পরিষ্কার ছিল। আমি প্রতিপক্ষ বা বোলারদের কথা ভাবিনি।’ -নিউজ ডেস্ক