রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুর শহরে দুর্ধর্ষ চুরি সংঘঠিত, ১৭ লক্ষ টাকার মালামাল খোয়া গেছে

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১, ২০২৪ ২:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র মুন্সিপাড়ায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা নগদ টাকাসহ প্রায় পৌনে ১৭ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৪) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে এই চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে  মেসার্স জাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি মুন্সিপাড়া এলাকার মোঃ মোস্তাক আহম্মেদের ছেলে মোঃ জাহিদ হোসেন দিনাজপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগে মোঃ জাহিদ হোসেন জানান, আমি একজন ইলেকট্রিক পার্টস, ক্যাবল, ফ্যান, সুপার বৈদ্যতিক এ্যানামেল তার পরিবেশক ব্যবসায়ী। শহরের মুন্সিপাড়ায় মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ নামক আমার ব্যবসা প্রতিষ্ঠান। গত ৩১/০৮/২০২৪ তারিখ রাত আনুমানিক ১০টায় দোকান বন্ধ করে শার্টারে তালা লাগিয়ে বাড়ী চলে যাই। পরদিন ০১/০৯/২০২৪ তারিখ সকাল আনুমানিক পৌনে ৭টায় আমার দোকানের পাশের দোকান মালিকের ছোট ভাই মোঃ মামুনুর রশিদ আমার বাড়ীতে এসে দেখতে পায় যে, আমার দোকানের শার্টারের তালা নেই এবং শার্টার খোলা। কয়েকজনকে আমার দোকানের সামনে থেকে একটি নীল পিকআপযোগে পালিয়ে যেতে দেখতে পেয়েছে বলে জানায়।   খবর পেয়ে আমি দ্রুত দোকানে এসে দেখি, আমার দোকানের শার্টার খোলা।আমি দোকানের ভিতর প্রবেশ করে দেখি দোকানের ইলেকট্রিক পার্টস, ক্যাবল, ফ্যান, সুপার এ্যানামেল তার নেই। চুরি হয়েছে। এছাড়া দোকানের ক্যাশ হতে নগদ ২২,৭৪০/ টাকা চুরি হয়েছে। দোকানের ক্যাশে থাকা নগদ অর্থসহ চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য  ১৬,৬৯,১৪০/- (ষোল লক্ষ ঊনসত্তর হাজার একশত চল্লিশ) টাকা।  অভিযোগে উক্ত বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন মােঃ জাহিদ হোসেন।

সর্বশেষ - ক্যাম্পাস