শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে প্রাণ গেলো দুই শিক্ষার্থীর

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৬, ২০২৪ ১:২৮ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে আদিত্য ও জান্নাত নামে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুরে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত সদর উপজেলার দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে। তার বয়স ১২ বছর।

পরিবারের সদস্যরা জানান, জান্নাত রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ১২টার পর সাপ কামড়ে দেয়। এতে ব্যথা অনুভব করে সে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় জান্নাত। সে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তো।

অন্যদিকে ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে সাত বছর বয়সী আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপ কামড়ে দেয়। এ সময় বেশ কয়েকবার বমি করে সে। পরিবারের সদস্যরা দ্রুত ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আদিত্যকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। পথেই মারা যায় সে।

আদিত্য ওই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এবিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার বেলায়েত হোসেন বলেন, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য নয়। সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। -অনলাইন ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস