মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

অস্ত্র উদ্ধার অভিযানে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৬:১৭ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে ডাকাতের গুলিতে তানজিম ছরোয়ার নির্জন নামে সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়ায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হন ওই সেনা কর্মকর্তা। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল, বেলালসহ ছয়জনকে আটক করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত সাড়ে ৩টায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে কক্সবাজার নেওয়ার পথে তিনি মারা যান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ওসি আরও বলেন, সেনাবাহিনীর এ অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল, বেলালসহ ছয়জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্রও। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - ক্যাম্পাস