(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা সেক্টরের সীমানাধীন এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশ ত্যাগ ও অনুপ্রবেশের অভিযোগে মোট ৮৩ জনকে আটক করেছে।
বুধবার (৯ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমগুলো এ বিষয়টি জানিয়েছে।
বিজিবির কুমিল্লা সেক্টরে কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির এ খবরটি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে বিজিবি আরও সতর্ক অবস্থানে আছে। আমরা জনবল বৃদ্ধি করেছি, টহল বাড়িয়েছি এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি। এতে আমরা সাফল্যও পেয়েছি।’
কর্নেল মো. রেজাউল কবির আরও বলেন, ৫ আগস্টের পর দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অনেক ব্যক্তি পাসপোর্ট ছাড়াই ভারতে পালাবার চেষ্টা শুরু করে। এ সময় অনেকে সীমান্ত এলাকায় বিজিবির হাতে ধরা পড়েন।
বিজিবি জানিয়েছে, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৬৩ জন এবং ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ২০ জনকে আটক করে বিজিবি। -নিউজ ডেস্ক