শুক্রবার , ১১ অক্টোবর ২০২৪ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

মুক্তি পাচ্ছে কুসুমের ‘শরতের জবা’

প্রতিবেদক
admin
অক্টোবর ১১, ২০২৪ ৭:০৭ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম)অভিনয়ের পর এবার নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করলেন কুসুম শিকদার। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’ মুক্তি পাচ্ছে শুক্রবার। জানা গেছে, সিনেমাটি শুধু সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দেখা যাবে।

২০১৭ সালে প্রকাশিত হয়েছিল কুসুমের লেখা ‘শরতের জবা’। এক নারীর রহস্যময় জীবন নিয়ে গল্পটি। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন একেক সময় একেক প্রশ্নের জন্ম দেয়। সেই ভৌতিক ঘরানার গল্পই এবার বড় পর্দায় আনলেন কুসুম।

ছবিটির চিত্রনাট্য ও প্রযোজনাও করেছেন কুসুম। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন।

দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে খানিক সংশয়ে আছেন কুসুম। বললেন, ‘দেশের চলমান পরিস্থিতি ও প্রেক্ষাগৃহের অবস্থা, তাতে আমি কিছুটা সংশয়ে আছি। জীবনের প্রথম পরিচালনা কেমন হবে, কী হবে, দর্শকই-বা কীভাবে গ্রহণ করবেন? তারপরও আমি চাই দ্রুত আমার প্রথম পরিচালনার সিনেমাটা মুক্তি দিতে।’

সর্বশেষ - ক্যাম্পাস