মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে দুইজন আটক

প্রতিবেদক
admin
অক্টোবর ১৫, ২০২৪ ৯:১১ পূর্বাহ্ণ

মোস্তাফিজার রহমান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম)  দিনাজপুরে এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ ঘটনায় প্রতিবন্ধী মেয়ে দিনাজপুর মেডিকেলে চিকিৎসাধীন। দিনাজপুর সদর উপজেলার ৮ নং শংকরপুর ইউনিয়নের সোনাহার পাড়া গ্রামে এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। ১৩ অক্টোবর দুপুরে সোনাহার পাড়া গ্রামের দক্ষিণে এক লিচুর বাগানে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায় ওই প্রতিবন্ধী মেয়ের ধর্ষণের অবস্থা আশঙ্কাজনক মনে হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলামকে গতকাল আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ তুলে একটি অভিযোগ দায় করেন। গ্রামবাসী ও বিক্ষুব্ধ জনতা ১৪ অক্টোবর দুপুরে আব্দুস সালাম নামে আরেক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়।আসামিরা হলেন রফিকুল ইসলাম ও সালাম। দুজনেরই গ্রাম নারায়ণপুর এবং উত্তর নারায়নপুর।স্থানীয়রা একত্রিত হয়ে আসামিদের পুলিশের হাতে তুলে দেয় এবং কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রামবাসী আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

সর্বশেষ - ক্যাম্পাস