বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের ১০ দাবি

প্রতিবেদক
admin
অক্টোবর ৩০, ২০২৪ ৭:২৯ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদ বিরামপুরের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও সাধারণ জনগণের পক্ষ থেকে অন্তবর্তী সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টার নিকট ১০ দফা দাবি উপস্থাপন করে তা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। দাবি সমূহ হচ্ছে, (১) বিরামপুরকে জেলা বাস্তবায়ন, (২) কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, (৩) মডেল মসজিদগুলোতে যোগ্য আলেম নিয়োগ, (৪) ক্বওমী সনদের যথার্থ বাস্তবায়ন, (৫) সকর প্রাথমিক বিদ্যালয়ে ধর্র্মীয় শিক্ষক নিয়োগ, (৬) মসজিদ ভিত্তিক শিশু, গণশিক্ষা কার্যক্রম ও ১০১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষককদের রাজস্ব খাতে নিয়ে আসা এবং মসজিদ পাঠাগার পুনরায় চালু করণ, (৭)ইসলামিক ফাউন্ডেশনের সকল কার্যক্রম দুর্ণীতিমুক্ত ও জনকল্যাণমুখী করণ, (৮) সকল মসজিদের খতিব, উমাম ওমুয়াজ্জিনকে সরকারি ভাবে সম্মানী ভাতা প্রদান, (৯) সরকারি শিক্ষা সিলেবাসে সকল শ্রেণিতে পুর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা সংযুক্ত করণ এবং (১০) ২০০৯ সালে পিলখানা গণহত্যা, ২০১৩ সালে শাপলা চত্বরের গণহত্যা এবং জুলাই/২০২৪ সনের গণহত্যার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিছার ও ক্ষতিপুরণের জোর দাবি জানানো হয়।
গত ২৮ অক্টোবর’২০২৪ তারিখে বিরামপুরে ওলামা মাশায়েখ পরিষদের ইসলামী মহাসম্মেলনে দাবি সমূহ উপস্থাপন করেন, মুফতি মাওলানা আব্দুল হাকিম। পরে দাবি সমুহ অন্তবর্তী সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের নিকট লিখিত ভাবে পেশ করা হয়। এসময় মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, যৌক্তিক দাবি সমূহ সরকারের সংশ্লিষ্ট বিভাগে উপস্থাপন করা হবে।

সর্বশেষ - ক্যাম্পাস