রবিবার , ১০ নভেম্বর ২০২৪ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

জিরো পয়েন্ট ছাত্র-জনতার দখলে, দেখা নেই আ.লীগের

প্রতিবেদক
admin
নভেম্বর ১০, ২০২৪ ৯:২৭ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরের পাশে পূর্বঘোষিত গণজমায়েত করছে ফ্যাসিবাদবিরোধী মঞ্চ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে ছাত্র-জনতা এসে এখানে যোগ দিচ্ছে। তবে একই স্থানে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমাবেশের ঘোষণা দিলেও এখনো দলটির কাউকে সেখানে দেখা যাচ্ছে না।

শহীদ নূর হোসেন চত্বর থেকে প্রায় ৩০ গজ পূর্বে মঞ্চ তৈরি করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) বেলা ১১টা থেকে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। বেলা সাড়ে ১২টা থেকে শুরু হয় এই গণজমায়েত।

এই গণজমায়েতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অন্যরা বক্তব্য দেবেন বলে জানা গেছে।

গণজমায়েতে বক্তব্য দিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। দুপুর একটার দিকে তিনি তার বক্তব্যে বলেন, আমাদের অবস্থান স্পষ্ট। আমাদের অবস্থান ভারতবিরোধী। এই ছাত্র-জনতা ভারতের বিপক্ষে।

রফিকুল মাদানী বলেন, আমি আমার প্রেগনেন্সি স্ত্রীকে রেখে সেদিন নেত্রকোনা থেকে রওনা হয়েছিলাম। পথে আমাকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছিল। কিন্তু ভাগিস্য আমাকে সেদিন রক্ষা করেছেন ছাত্ররা। তারা ঢাল হিসেবে কাজ করেছেন।

অন্যদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তবে বিকেলে তিনটায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শহীদ নূর হোসেন দিবস পালনের জন্য জিরো পয়েন্টে আসার ঘোষণা দিলেও এখনো কাউকে দেখা যায়নি। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত চারজন জিরো পয়েন্টে ও আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বেধড়ক মারধরের শিকার হয়েছেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেন ছাত্র জনতা। -নিউজ ডেস্ক

সর্বশেষ - রাজনীতি