মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে ২০ লক্ষ টাকা প্রতারণার দায়ে আদালতে মামলা

প্রতিবেদক
admin
নভেম্বর ১২, ২০২৪ ৭:০৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে ২০ লক্ষ টাকা প্রতারণার দায়ে সাদিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মো. শাহ আলম। মামলা সূত্রে জানা যায়,তাদের মধ্যে সুসম্পর্ক থাকায় সাদিকুল ইসলামের ব্যবসায়িক কাজে টাকার প্রয়োজন হলে সাদিকুল ইসলাম ২৫ শতাংশ জমি বিক্রি করার প্রস্তাব করেন, এ সময় শাহ আলম বন্ধুর সরল বিশ্বাসে ২৫ শতাংশ জমি ৩৫,লক্ষ টাকা দরদাম হলে ২০ লক্ষ টাকা জামানত দিয়ে বাকি টাকা জমি রেজিষ্ট্রেরির পর দেওয়ার আলোচনা করে রাখেন, কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধুর সাথে কোন যোগাযোগ না থাকায়, দুশ্চিন্তায় পড়েন শাহ আলম, তিনি বলেন, বন্ধুর ব্যবসায়িক কাজে টাকার প্রয়োজন হলে জমি বিক্রয়ের আলোচনা হয় এই সুবাদে আমি সাদিকুল কে ২০ লক্ষ টাকা দেই এবং কাগজপত্র সম্পূর্ণ ঠিকঠাক করে আমাকে জমি লিখে দিবে মর্মে কথা দেয় সাদিকুল ইসলাম, তিনি চিরিরবন্দর উপজেলার পাটুল গ্রামের এজাজুল ইসলামের ছেলে।
কিন্তু দীর্ঘদিন ধরে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, এমন অবস্থায় আমি মাধ্যম দিয়ে তার সাথে যোগাযোগ করি, এবং জমি লিখে দেওয়ার কথা বলি, কিন্তু সাদেকুল অনেক কাগজের তালবাহানা করে সময় ক্ষেপণ করে, এবং তার মতলব সুবিধাজনক মনে না হলে আমি শাহ আলম লিগ্যাল নোটিশ প্রদান করি। আমি আমার টাকাটা পরিশোধ করার জন্য বিবাদী কে মৌখিক ভাবে অনুরোধ করি। কিন্তু আমার বায়নাকৃত টাকা ফেরত না পাওয়ায় আমি তার বিরুদ্ধে দিনাজপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ২০ লক্ষ টাকা চেকের ওপর ন্যায় বিচারের স্বার্থে মামলা করি। এবং আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান আদেশ প্রার্থনা করেছি, উল্লেখিত আমার পাওনা টাকা উদ্ধার ও পরিশোধের জন্য মহামান্য আদালতের কাছে বিনীত অনুরোধ জানিয়েছি।

সর্বশেষ - ক্যাম্পাস