বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

আহতদের কাছে ক্ষমা চাইলেন আসিফ নজরুল

প্রতিবেদক
admin
নভেম্বর ১৪, ২০২৪ ৩:৪৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের কাছে ক্ষমা চেয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনে আন্দোলনরতদের সঙ্গে দেখা করেন তিনি ক্ষমা চান।

আইন উপদেষ্টা ছাড়াও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলমও সেখানে যান।

চার উপদেষ্টাই ভুল স্বীকার করে নিজেদের ঘাড়ে দায় নিয়ে আন্দোলনকারীদের রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেন। তাদের আশ্বাসের পর হাসপাতালে ফিরে যান আন্দোলকারীরা।

এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। আপনাদের প্রতি আমাদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল, কিন্তু আমরা কাজটি করতে পারিনি। আমরা একটা কমপ্লিট রূপরেখা দেব। একটা লিখিত দেব।’

বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে সচিবালয়ে বৈঠকে বসবেন বলে জানান তিনি। পরে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘আমরা যে কথা দিয়েছি, তা আমরা রাখব। যদি রাখতে না পারি, আপনারা যা করবেন আমরা মাথা পেতে নেব।’

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ডিসেম্বরের মধ্যে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত সবার সুচিকিৎসা-পুনর্বাসন নিশ্চিত করা।

সরকারের ভূমিকায় অসন্তোষ জানানোর পাশাপাশি নিজেদের চরম দুর্দশার কথা তুলে ধরতে হাসপাতালের শয্যা ছেড়ে দুপুর থেকে সড়কে বিক্ষোভ করছেন জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। গভীর রাত পর্যন্ত সড়কে বিছানা পেতে অবস্থান নেন তারা। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত