বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

প্রকাশ্যে আসলো হাবিপ্রবি শিবিরের সভাপতি-সেক্রেটারি

প্রতিবেদক
admin
নভেম্বর ২০, ২০২৪ ৮:৪৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর  টোয়েন্টিফোর ডটকম) এবার প্রকাশ্যে এলো ইসলামী ছাত্রশিবিরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার সভাপতি ও সেক্রেটারির পরিচয়। শিবিরের আয়োজনে নবীনবরণ নিয়ে বুধবার (২০ নভেম্বর) হাবিপ্রবি শিবিরের ফেসবুক পেইজে পোস্ট দিলে তাদের পরিচয় জানা যায়। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন গণিত বিভাগের ২০১৯ সেশনের শিক্ষার্থী রেজওয়ানুল হক এবং সেক্রেটারির দায়িত্বে আছেন সমাজবিজ্ঞান বিভাগের একই সেশনের শেখ রিয়াদ। বুধবার (২০ নভেম্বর) সকালে ইসলামী ছাত্রশিবির হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ফেসবুক পেইজে পোস্ট দেওয়া হলে ক্যাম্পাসে আলোচনা শুরু হয়। সেখানে ২০২৪ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের বিষয়ে নিমন্ত্রণ জানানো হয়।

পরিচয় প্রকাশের পর তাদের সঙ্গে যোগাযোগ করেন এই প্রতিবেদক। তাদের কমিটির অন্য সদস্যরা কবে প্রকাশ্যে আসবে এমন প্রশ্নে হাবিপ্রবি শিবিরের সভাপতি রেজওয়ানুল হক বলেন, আমাদের নতুন করে আত্মপ্রকাশ করার কিছু নেই। আমরা প্রকাশিতই। শিক্ষার্থীদের সঙ্গে আমাদের আগে থেকেই  সম্পৃক্ততা ও পরিচয় ছিল। এ বছরের জানুয়ারিতেই চলমান এ কমিটি গঠিত হয়েছে। কমিটির বাকি সদস্যদের পরিচয় আগামী দিনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নবীন বরণ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই আয়োজনের উদ্দেশ্য নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ে সাদরে স্বাগত জানানো। নবীনদের পারস্পরিক সৌহার্দ্যের বন্ধনকে আরও নিবিড় করে গড়ে তোলা। এছাড়াও আগামীতে বিশ্ববিদ্যালয়ের দিনগুলো কীভাবে অতিবাহিত করা উচিত সেই লক্ষ্য আমাদের সম্মানিত অতিথিরা দিকনির্দেশনা দিবেন। এর আগে সোমবার (১৮ নভেম্বর) প্রকাশ্যে আসেন ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি। ঢাকা কলেজ শাখা শিবির সভাপতি আবদুল হক মানিক ও সেক্রেটারি মোস্তাকিম আহমেদ। ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কাছে ইংরেজি নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসেন তারা। ঢাকা কলেজ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কমিটির বিষয়ে জানান দেয় শিবির।

সর্বশেষ - ক্যাম্পাস