বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

মহাখালীতে রিকশাচালকদের অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

প্রতিবেদক
admin
নভেম্বর ২১, ২০২৪ ৭:০৭ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে আন্দোলন শুরু করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন এই পরিস্থিতি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ১০টা থেকে রেললাইনের ওপর রিকশা চালকরা অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। নিরাপত্তা ও যাত্রীদের স্বার্থে, ওই সময় থেকে ঢাকা থেকে কোনো ট্রেন ছাড়েনি বা আসেনি। এমনকি ঢাকা থেকে চলাচলকারী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে। এদিকে, গতকাল (২০ নভেম্বর) ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করার পর থেকেই শহরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করছে চালকরা। তাদের এই আন্দোলনের ফলে রাজধানীজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, যার ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, রিকশাচালকরা মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করেছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তিনি আরও বলেন, “রেলওয়ে পুলিশ টিম ঘটনাস্থলে রয়েছে এবং তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।”

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল জানান, সকাল থেকেই মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকরা রেলক্রসিং ও অন্যান্য রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছে। তারা মহাখালী রেললাইনও নিজেদের দখলে নিয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৮ নভেম্বর, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল। সেদিন শিক্ষার্থীরা ঢাকামুখী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করলে বেশ কয়েকজন নারী ও শিশুসহ আহত হন। এরপরই কর্তৃপক্ষ ওই সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখে। বর্তমানে মহাখালী রেলগেট এলাকায় চলমান রিকশাচালকদের আন্দোলনের কারণে সড়ক ও রেলপথে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কোন তারিখে হানাদার মুক্ত হয়েছিল দিনাজপুর? আজও মুক্ত দিবস নিয়ে ধুম্র্যজাল!

দেশের স্বার্থ অক্ষুন্ন রাখতে জামায়াত বদ্ধপরিকর-দিনাজপুরে পরিচালক মাও. আ. হালিম

প্রচলিত আইনে আওয়ামী লীগের অপকর্মের বিচার চায় জামায়াত

তিন সন্তানসহ মায়ের বিষপান, ছোট মেয়ের মৃত্যু

ব্যাটিং পরখের ম্যাচে ৮ উইকেটের হার বাংলাদেশের

স্বেচ্ছায় অবসরে গেলেন ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আর নেই

শুধু নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি: সারজিস

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭

জয়-আরাফাতের আরেকটি ষড়যন্ত্রের তথ্য ফাঁস, চক্রান্তে ছিল জুডিশিয়াল ক্যু