শনিবার , ২৩ নভেম্বর ২০২৪ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে সাংবাদিক পরিবারকে প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন এক আওয়ামী লীগ নেতা!

প্রতিবেদক
admin
নভেম্বর ২৩, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে সাংবাদিক জাহিদ হোসেন এবং তার পরিবারকে সরাসরি হত্যার হুমকি দিলেন  আওয়ামীলীগ নেতা শাহিন আলম মর্মে অভিযোগ পাওয়া গেছে। শাহীন আলম দিনাজপুর শহরোস্থ ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রাণ কল্যাণ সম্পাদক বলে জানা গেছে।

জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন ও ডেল্টা টাইমস্ পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হোসেন ও তার স্ত্রী তহমিনা আক্তার বিউটিকে প্রকাশ্য হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে বাসায় অতর্কিত হামলা চালায় স্থানীয় আওয়ামীলীগ নেতা ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রাণ কল্যাণ সম্পাদক মোঃ শাহিন আলম বলে জানান সাংবাদিক জাহিন হোসনে এবং তার পরিবার।  এর কয়েকদিন আগেও কথিত ঐ আওয়ামী লীগ নেতা সাংবাদিককে মারধর করে বাসায় হামলা চালায় বলে সাংবাদিক জাহিদ হোসেন এ প্রতিনিধিকে জানান।

এজাহার সুত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর শুক্রবার সকালে সাংবাদিক জাহিদ হোসেনের বাসায় শাহীন হোসেন এবং তার বাহিনী অকথ্য ভাষায় গালিগালাজ করলে সাংবাদিক জাহিদ মৌখিক প্রতিবাদ করায় শাহিন ও তার স্ত্রী শরিফা সাথে নিয়ে অতর্কিত হামলা চালায় এবং এলাকায় প্রকাশ্য সাংবাদিক জাহিদ ও তার স্ত্রী বিউটিকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। সেই সাথে সাংবাদিক জাহিদের বাসা থেকে ২টি মোবাইল ফোন ও বাসার আসবাবপত্র লুট করে নিয়ে যায়।  এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় সাংবাদিক জাহিদ হোসেন বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী দায়ের করেন যার জিডি নং ১৩১৬ তারিখঃ ২০/১১/২০২৪ ইং। বর্তমানে সাংবাদিক জাহিদ হোসেন তার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ - রাজনীতি