(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) নারায়ণগঞ্জের বন্দর থেকে অন্তত ২০০ লোককে এক লাখ টাকা করে বিনা সুদে ঋণ নিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চারটি বাসে করে ঢাকায় জড়ো করার চেষ্টাকালে ৪টি বাস আটক করেছে পুলিশ। এছাড়া ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে যাত্রীবাহী বাসে তল্লাশি করে আইনশৃংঙ্খলা বাহিনী।
সোমবার(২৫ নভেম্বর) সকালে বন্দর থানা পুলিশ মদনপুর বাসস্ট্যান্ডে তল্লাশি চালিয়ে চারটি বাস আটক করে। চারটি বাসে অন্তত ২০০ লোককে ঢাকায় রাজু ভাস্কর্যে জড়ো করার পরিকল্পনা করা হয়েছিল। দেশের বিভিন্ন স্থান থেকে এরকম আরও বহু লোককে ঢাকায় রাজু ভাস্কর্যে জড়ো করার পরিকল্পনা থেকেই তাদের নেওয়া হচ্ছিল বলে ধারণা পুলিশের। এদিকে এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বিভিন্ন যানবাহনে কড়া নজরদারি ও তল্লাশি করছে পুলিশ ও ডিবি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আমরা মদনপুর থেকে চারটি বাস আটক করেছি। বাসগুলোতে অন্তত ২০০ লোককে ভুল বুঝিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের সুদমুক্ত এক লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলা হয়েছিল। আমরা বাসগুলো আটক রেখেছি। তদন্ত করে দেখছি। পরে আরও বিস্তারিত জানাতে পারবো। আমরা দেখছি, আরও কোনো পরিকল্পনা তাদের ছিল কিনা।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, ঢাকায় একটি মহলের আহুত সমাবেশের খবরে আমরা সাইনবোর্ডে আছি। তল্লাশি করছি। কোনো ধরনের নাশকতাকারী যেন কোনো পরিকল্পনা করতে না পারে সেজন্য আমাদের নজরদারি রয়েছে।
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম. মোস্তাফা আমীনের নাম ও ছবি উল্লেখ করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন থেকে এ কর্মসূচি নেওয়া হয় বলে লিফলেটে উল্লেখ করা হয়।