মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

চট্টগ্রামে আদালত এলাকায় আইনজীবীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
admin
নভেম্বর ২৬, ২০২৪ ২:০২ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) চট্টগ্রামে আদালত এলাকায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় এই হত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন আইনজীবীরা।  মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃঞ্চ দাসের মুক্তির দাবিতে আন্দোলন করেন তার ভক্তরা। এ সময় তারা বেশ কয়েকজনকে আহত করেন। এর মধ্যে সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল এই তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, সাইফুল ইসলাম আলিফের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

666

ছবি-সংগ্রহীত

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় হতাহত ৬-৭ জন চমেক হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। তিনি চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - রাজনীতি