মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

সীমান্তে বিজিবি প্রস্তুত ও সতর্ক: সদর দফতর

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক থাকার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছেন বিজিবি সদস্যরা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে। এর মধ্যেই ইসকন নেতা চিন্ময় কৃঞ্চকে গ্রেফতারের পর দেশটির হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে।

গতকাল সোমবার কয়েকটি উগ্রপন্থী হিন্দু সংগঠন ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালায়। এছাড়া বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা বাংলাদেশ।   -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস