(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বাংলাদেশে নয় বরং ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আসলে দেশের সবাই ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে। ভারতে একের পর এক দাঙ্গা হাঙ্গামা আর সংখ্যালঘু নির্যাতন চলছে। তাই তাদের দেশেই শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি।
তিনি বলেন, সীমান্তে এখন কোনো ধরনের উত্তেজনা নেই, তবে ভারতীয় গণমাধ্যম এখনও বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কোনো দেশ নিয়ে এমন মিথ্যাচারের নজির নেই সারা বিশ্বে।
সাংবাদিকদের দেশের প্রকৃত অবস্থা প্রকাশের আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে কিছুটা সময় প্রয়োজন। তবে এর মধ্যে নানামুখী প্রচেষ্টার ফলে সার্বিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে, তাতে ষড়যন্ত্র মোকাবিলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। সংলাপ ইতিবাচক দিক, খুবই ভালো বিষয়। সবাই একসঙ্গে দেশের হয়ে প্রতিবাদ করব।
আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস প্রসঙ্গে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ১৯৮৫ সালে প্রথম এ দিবসটি পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা ৫৪ হাজার ৩৪৮ জন। ভবিষ্যতে এর সংখ্যা ৬৫ হাজারে উন্নীত করা হবে। সব দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা সর্বদা তৎপর থাকে। ফায়ার সার্ভিস সবসময় বন্ধুর মতো মানুষের সেবা করে আসছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বন্যা-ভূমিকম্প মোকাবিলা সরকারের একা সম্ভব না। ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোপরি দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিস সবসময় প্রস্তুত আছে।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা ফায়ার সার্ভিসের কাজে ব্যবহৃত যন্ত্রাংশ, বিভিন্ন সরঞ্জাম পরিদর্শন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামালসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তা। -নিউজ ডেস্ক