(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) কেন্দ্র দখলসহ ভোটাধিকার প্রয়োগে বাধা দানদকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া না করার তাগিদ দিয়ে বলেছেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ হাতছাড়া হলে আবার কবে হবে সেটা জানি না। সঠিক ভোটার তালিকা করতে না পারলে ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে না।
সোমবার (২০ জানুয়ারি) সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধনের সময় তিনি একথা জানান। এ সময় নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, এই কমিশন রঙবিহীন, চেহারাহীন। জনগণের প্রত্যাশা পূরণ করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি বলেন, স্বচ্ছ ও শুদ্ধ ভোটার তালিকা মাঠকর্মীদের সচেতনতার ওপর নির্ভর করবে। ভোটার তালিকায় যাতে কোনো অসততা, অনীহার অভিযোগ না আসে কর্মকর্তাদের এমন পরামর্শও দেন তিনি।
তিনি আরও জানান, যেদিন জনগণ ভয়ভীতি ছাড়া মুক্ত হয়ে ভোট দিতে পারবে সেদিন অধিকার প্রতিষ্ঠা হবে বলেও মন্তব্য করেন তিনি।-নিউজ ডেস্ক