বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ঘোড়াঘাটে আগুনে পুড়ে পক্ষাঘাত গ্রস্থ  ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

প্রতিবেদক
admin
জানুয়ারি ২২, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ণ

মাহতাব উদ্দিন আল মাহমুদ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের ঘোড়াঘাটে আগুনে পুড়ে রোমেয়া খাতুন(৭০) নামে এক পক্ষাঘাত গ্রস্থ ঘুমন্ত  বৃদ্ধার মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২১ জানুয়ারী) রাতে উপজেলার বলগাড়ি এলাকার পূর্বপাড়া গ্রামে এ ্অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা রামেয়া খাতুন (৭০) উপজেলার বুলাকীপুরের বলগাড়ি এলাকার ইউনুস আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, রোমেয়া খাতুন ও ইউনুস আলী (৮০) দম্পত্তির দুই ছেলে এক মেয়ে। দুই ছেলে ঢাকাতে রিক্সা চালান আর বাড়ির পাশে বিয়ে দেন মেয়েকে। ওই বৃদ্ধ-বৃদ্ধা বাসায় একাই থাকতেন। বৃদ্ধা রোমেয়া খাতুন দীর্ঘদিন ধরে পক্ষঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে ছিলেন। নড়াচড়া থেকে শুরু করে কথাও বলতে পাড়তেন না। এদিকে তাদের খাবারের ব্যবস্থা হতো মেয়ের বাসা থেকে। ঘটনার রাতে স্বামী ইউনুস আলী পাশেই তার মেয়ের বাড়ি থেকে রাতের খাবার এনে তাঁর স্ত্রীকে খাবার খাওয়ান।

 পরে সেও আবার তার মেয়ের বাড়িতে খেতে যান। এ সময় কুপিবাতির আগুন থেকে লাইলোনের তৈরি দড়ির খাঁটে আগুন লেগে যায় ও সেই আগুন  কম্বলে লেগে যায় এবং সেই আগুনে রোমেয়া খাতুনের সম্পূর্ণ শরীর পুড়ে ঝলসে যায়। তার স্বামী রাত ১২ টায় বৃদ্ধাকে উদ্ধার করে পাশের গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যায়।   সেখানে চিকিৎসাধীন অবস্থায়  রোমেয়া খাতুনের মৃত্যু হয়। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি প্রাথমিক ভাবে পুলিশকে অবগতি করা হয়নি। পরে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রোমেয়া খাতুনের ওসম্পূর্ণ শরীর আগুনে পুড়ে ঝলসে যায়। বৃদ্ধার স্বামী ওই রাতেই বৃদ্ধাকে উদ্ধার করে পাশের গ্রাম্য ডাক্তারের কাছে  নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রোমেয়া খাতুনের মৃত হয়।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীঅভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ক্যাম্পাস