স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের বিরল উপজেলায় জাকির হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার পিপল্লা গ্রামে ঢেরাপাটিয়া বাজার এলাকায় একটি গুদামঘর থেকে মরদেহটি উদ্ধার করে বিরল থানা–পুলিশ।
জাকির হোসেন দিনাজপুর সদর উপজেলার বালুয়াডাঙ্গা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। ঢেরাপাটিয়া বাজার এলাকায় তাঁর কারখানা ও গুদামঘর আছে। তিনি কারখানায় আটা, ময়দা ও চানাচুর তৈরি করে স্থানীয় বাজারে সরবরাহ করতেন। এর আগে দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় তাঁর মুদিদোকান ছিল।
ব্যক্তিজীবনে জাকির হোসেন এক মেয়ের বাবা। মেয়ে আলমা রাইসা প্রভা ঢাকার মোহাম্মদপুর এলাকায় থাকেন। প্রথম স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর জাকির দ্বিতীয় বিয়ে করেছিলেন। মাস দুয়েক আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর।
জাকিরের স্বজন এনায়েত হোসেন চৌধুরী জানান, আজ দুপুর থেকে জাকিরের মেয়ে আলমা রাইসা তাঁর বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। মুঠোফোন বন্ধ পেয়ে তাঁকে (এনায়েত হোসেন চৌধুরী) জানান।
এনায়েত বলেন, মাগরিবের নামাজের পর তিনি ঢেরাপাটিয়া বাজারে জাকিরের গুদামঘরে যান। সে সময় গুদামঘরের দরজা অল্প একটু খোলা ছিল। ভেতরে ছিল অন্ধকার। মুঠোফোনের আলো জ্বেলে তিনি জাকিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং বিরল থানা–পুলিশকে বিষয়টি অবহিত করেন।
এ বিষয়ে দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। নিহতের মরদেহ উপুড় হওয়া অবস্থায় আছে। গায়ে জ্যাকেট পরিহিত। মাথা ও গলা রক্তে ভেজানো। সিআইডির একটি বিশেষ প্রতিনিধিদল ঘটনাস্থলে আসছে। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’
আজ রাত পৌনে ১০টায় এ প্রতিবেদন লেখা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) লাশের সুরতহাল তৈরি করছিল।