আব্দুস সালাম (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর জেলা আইনজীবী সমিতি ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। সকাল ৮টায় সমিতির প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু নঈম মো. আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন সভাপতি মো. তহিদুল হক সরকার,সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এরকামুল আমীন, সিনিয়র আইনজীবী শিরাজুল ইসলাম, লিটন চৌধুরী, অ্যাডভোকেট রেখা মনা, তসলিমা তাজসহ অন্যান্য বিশিষ্ট আইনজীবীরা।
এই সময় সংক্ষিপ্ত বক্তব্যে সাধারণ সম্পাদক আবু নঈম মো. আব্দুল্লাহ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের প্রতি আমাদের চিরকালীন কৃতজ্ঞতা থাকবে। তাঁদের ত্যাগ আমাদের জাতীয় অস্তিত্ব ও পরিচয়ের ভিত্তি রচনা করেছে। সবশেষে আইনজীবীরা ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।