শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ভারত-পাকিস্তান ম্যাচে নির্ধারিত হবে বাংলাদেশের সমীকরণ

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাত পোহালেই ক্রিকেটের সবচেয়ে আকাঙ্ক্ষিত ফিক্সচার। ভারতের মুখোমুখি পাকিস্তান। ক্রিকেট, ঐতিহ্য আর রাজনীতি যেখানে মিলেমিশে একাকার। এমন এক ম্যাচের জন্য ব্যাপক প্রতীক্ষা থাকলেও রাজনীতির বেড়াজালে আটকে আপাতত বন্ধ আছে দুই দেশের ধ্রুপদী লড়াই। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আইসিসি কিংবা এসিসি এর ফিক্সচারের দিকেই এখন তাকিয়ে ক্রিকেট দুনিয়া।

ওয়ানডে ফরম্যাটে ২০২৩ সালের পর আগামীকাল আরও একবার মাঠে নামবে পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দেশ। টুর্নামেন্টে দুই দলের জন্যই এটি ২য় ম্যাচ। প্রথম ম্যাচে দুই দলের ফলাফল ছিল দুই রকম। ভারত বাংলাদেশকে হারিয়েছে ৬ উইকেটে। আর নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে পাকিস্তান হেরেছে ৬০ রানে।

পাকিস্তানের জন্য এই ম্যাচ তাই অস্তিত্ব রক্ষার। হারলেই কার্যত বিদায় হবে মোহাম্মদ রিজওয়ানের দলের। আর একই গ্রুপের মাঝে থাকায় বাংলাদেশের ভাগ্যও অনেকটা ঝুলে আছে এই ম্যাচের দিকে। আগামীকালের ম্যাচেই অনেকাংশে নির্ধারিত হবে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ। জানা যাবে, সোমবারের ম্যাচে বাংলাদেশের করণীয় কেমন হবে।

ভারত-পাকিস্তান ম্যাচে যদি পাকিস্তান জিতে যায়। সেক্ষেত্রে নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তান সব দলের পয়েন্ট হবে ২। বাংলাদেশের জন্য সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও কাগজে কলমে খানিক সম্ভাবনা বেঁচে থাকবে। সেজন্য শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নিজেদের জয় আর ভারতের কাছে নিউজিল্যন্ডের বড় ব্যবধানের হার দরকার। রানরেটের হিসেব মিলিয়ে অন্তত সেমিতে যাওয়ার স্বপ্ন দেখতে পাবে টাইগাররা।

কিন্তু যদি ভারত আগামীকালের ম্যাচ জিতে নেয়, তবে বাংলাদেশের সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ভিন্ন অন্য কোন পথ খোলা থাকবে না। কারণ, ম্যাচশেষে ভারতের পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে নিউজিল্যান্ড জিতলে, তাদেরও পয়েন্ট হবে ৪। পাকিস্তান ও বাংলাদেশের ২৭ তারিখের ম্যাচ তখন কেবলই নিয়মরক্ষার।

ভারত – পাকিস্তান ম্যাচ ও বাংলাদেশের ভাগ্য 

ভারত জিতলে : নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে।
পাকিস্তান জিতলে : নিউজিল্যান্ডের বিপক্ষে জয় না পেলেও শেষ ম্যাচে জয় পেয়ে মেলাতে হবে রানরেটের সমীকরণ

তবে নিজ নিজ ম্যাচে পাকিস্তান ও বাংলাদেশ দুই দলই জয় পেলে চার দলেরই পয়েন্ট হয়ে যাবে ২। সেক্ষেত্রে শেষ ম্যাচগুলোর জন্য থেকে যাবে দারুণ নাটকীয়তা। যারা জিতবে, তারাই চলে যাবে সেমিফাইনালে। গ্রুপ পর্বের সমীকরণের নাটকীয়তা তাই ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ থেকেই পুরোদমে শুরু হচ্ছে। – নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস