শনিবার , ১ মার্চ ২০২৫ | ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
মার্চ ১, ২০২৫ ৭:১৩ পূর্বাহ্ণ

আব্দুস সালাম (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ৪টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নিচতলা (হল রুমে) এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তহিদুল হক সরকার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট (আ.ন.ম) হাবিবুল্লাহ, এবং উপস্থাপনায় ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট রেখা মনি।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠের মাধ্যমে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সভাপতি অ্যাডভোকেট তহিদুল হক সরকার ও সাধারণ স¤পাদক অ্যাডভোকেট (আ.ন.ম) হাবিবুল্লাহ তারা আইনজীবীদের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকা-ে অংশগ্রহণ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সার্বিক তত্ত্বাবধানে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - ক্যাম্পাস