মোস্তাফিজার রহমান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে বিরল উপজেলার কড়াই বিল বাগানে শতাধিক আম গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে বিএনপির ২ নেতার বিরুদ্ধে। আমের ভরা মৌসুমে মুকুল ধরা আম গাছগুলী কাটায় এলাকার মধ্যে তোলপাড় উত্তেজনা বিরাজ করছে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
অবৈধভাবে গাছ কর্তনকৃত ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোকসেদ আলী মঙ্গলীয়া এবং জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব জোবাইদুর রহমান। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আমের এই ভরা মৌসুমে ভরপুর মুকুল ধরা আমের কাজগুলো প্রায় ১০ দিন ধরে কাটতেছে তারা,তাই স্থানীয়রা আমের গাছগুলী কাটার বিষয়ে জান জানতে চাইলে তিনারা বলেন, আমরা ৪ লক্ষ টাকা দিয়ে টেন্ডারের মাধ্যমে গাছগুলী কাটতেছি। এ বিষয়ে বন বিভাগ এর এক কর্মকর্তা সঙ্গে কথা বললে তিনি বলেন এগুলো আমাদের গাছ নয়, তবে আমাদেরকে অবগত করেনি, এ বিষয়ে ইউএনও মহোদয় এবং জেলা প্রশাসক ভালো জানেন, এ বিষয়ে বিরল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এসিল্যান্ড ইশতিয়াক আহমেদ বলেন আমরা কিছুই জানি না। তবে খবর পেয়ে মঙ্গলবার বিরল উপজেলা পর্যটন কেন্দ্রের কড়াই বিল বাগানে কর্তনকৃত আম গাছের কিছু অংশ গাছ জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।