(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) এবার বাংলাদেশে সংগীত পরিবেশন করতে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’। ‘ভয়েস অব জুনন’ শিরোনামে এই কনসার্টটির আয়োজন করছে অ্যাসেনবাজ। তারা জানিয়েছে, আগামী মে মাসের দুই তারিখ রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্ট করবে ব্যান্ডটি।
এর আগে শুধু ব্যান্ডটির ভোকালিস্ট আলি আজমতের আসার কথা থাকলেও এবারের ঘোষণায় পুরো ব্যান্ডদল আসার খবর দিল আয়োজকপক্ষ।
এরইমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে কনসার্টের টিকিট। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে তিন ধাপে। সর্বোচ্চ ভিআইপি আর্লি বার্ড ছয় হাজার নয়শ নিরানব্বই, রেগুলার আর্লি বার্ড তিন হাজার নয়শ নিরানব্বই ও স্টুডেন্ট আর্লি বার্ড এক হাজার নয়শ নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে গেট সেট রকের অফিসিয়াল সাইটে।
এর আগে একাধিক ব্যান্ড ও গায়ক বাংলাদেশে এসেছে। এরমধ্যে রয়েছেন আতিফ আসলাম। যিনি আর্মি স্টেডিয়ামে ঝড় তুলেছিলেন। এছাড়া গেল বছরের ১৫ নভেম্বর আসে পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’। -নিউজ ডেস্ক