শনিবার , ২২ মার্চ ২০২৫ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ফের আগুনে দাউদাউ করে জ্বলছে সুন্দরবন

প্রতিবেদক
admin
মার্চ ২২, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আবারও আগুন লেগেছে দেশের জীব-বৈচিত্র্যের আধার সুন্দরবনে। শনিবার (২২ মার্চ) সকালে পূর্ব বনবিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির বনে ওই আগুনের সূত্রপাত হয়। সারা দিনের চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। বনের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে দাউদাউ করে জ্বলছে আগুন।

বনরক্ষী ও স্থানীয়রা নালা কেটে (ফায়ার লেন) আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পানির অভাবে আগুন নেভাতে কাজ করতে পারেনি। শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবি আলম ঢাকা মেইলকে এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আগুন নেভাতে তারা চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং কী পরিমাণ বনভূমি আগুনে জ্বলছে তা নিশ্চিত করতে পারেনি বনবিভাগ।

এর আগে ২০২৪ সালের ৪ মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বনের লতিফের ছিলা এলাকায় আগুন লেগে ৭.৯৮ একর বনভূমির গাছপালা পুড়ে যায়। এতে ১১ লাখ ৫৮ হাজার ২৫০ টাকার ক্ষতি হয়। তদন্ত কমিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, সুন্দরবনে গত ২২ বছরে ২৫ বার আগুনের ঘটনা ঘটেছে। সবই ঘটেছে পূর্ব সুন্দরবন এলাকায়। এসব আগুনের ঘটনার তদন্ত প্রতিবেদন বলছে, বেশির ভাগ আগুন লেগেছে জেলে-মৌয়ালদের অসাবধানতায়। যদিও এ নিয়ে বনজীবীদের ভিন্নমত রয়েছে।

Fire1

পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস জানান, সকাল ৭টার দিকে কলমতেজী টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল নামক এলাকার বনের ওপর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান স্থানীয় গ্রামবাসী। তারা অফিসে এসে এ খবর জানালে লোকজন নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বনরক্ষীরা। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে রাখতে অগ্নিকাণ্ড এলাকায় নালা কাটা শুরু করেন। যাতে বনের ব্যাপক এলাকায় আগুন ছড়াতে না পারে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের স্থান বন অফিস থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। কাছাকাছি কোথাও পানির কোনো উৎস নেই। বনের খাল তার দূরত্বও ঘটনাস্থল থেকে দুই থেকে আড়াই কিলোমিটার। জোয়ার হলে নৌপথে পাম্প মেশিন নিয়ে পানি দেওয়ার চেষ্টা করা হবে।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবি আলম জানান, আগুন নিয়ন্ত্রণে মোরেলগঞ্জ ও শরণখোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পানির অভাবে কাজ শুরু করতে পারেনি। মোংলা ও কচুয়া থেকেও ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটকেও খবর দেওয়া হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম ঢাকা মেইলকে জানান, সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তাৎক্ষণিক এর চেয়ে বেশি কিছু জানাতে পারেননি। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

সরবরাহ বাড়ায় আরও কমল শাক-সবজির দাম, ক্রেতামনে স্বস্তি

রাজধানীর ৬ প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদফতর

এভারকেয়ারের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

হিন্দুদের জমি দখল করে পুকুর খনন করেন সাবেক এমপি আয়েন

পুরাতন ৪ বিভাগকে প্রদেশ করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালুর সুপারিশ

ইসরায়েলে হামলা নয়: ইরানকে বাইডেনের হুঁশিয়ারি

স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীরের খবর জানেন না, দেশটা চালাচ্ছে কে: সালাম

টপ কমান্ডারদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে : চিফ প্রসিকিউটর

জুনে ভারী বৃষ্টি ও বন্যার শঙ্কা

দিনাজপুরে জেলা প্রশাসক চত্বরে ভূমি রেকর্ড সংক্রান্ত হয়রানি থেকে বাঁচার জন্য মানববন্ধন