(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম জুড়ে দিয়ে সংগঠন গড়ে তোলার খবর নতুন নয়। মাঝেমধ্যেই এসব সংগঠন নিয়ে নিজেদের অবস্থান জানাতে গিয়ে বিএনপির কাউকে এসবের সঙ্গে জড়িত না হওয়ার পরামর্শ দেওয়া হয়। ছাত্র-জনতার অভুত্থানের পর এবার ‘খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ’ নামের সংগঠনের বিষয়ে নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে এর সঙ্গে না জড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২৩ মার্চ) এই তথ্য জানানো হয়েছে।
রিজভী বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল ‘খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ’ নামে একটি ভুয়া সংগঠন সৃষ্টি করে বিভিন্নভাবে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ভুয়া সংগঠনটি আগামী ২৫ মার্চ প্রিন্স কিচেন, ৩০ নবি টাওয়ার, রিংরোড, শ্যামলী, ঢাকায় ইফতার মাহফিলেরও আয়োজন করেছে। অবৈধ ও ভুয়া সংগঠনটির সকল ধরনের কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো। ভুয়া সংগঠনটির সাথে দলের নেতাকর্মীদের যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ -ডেস্ক রিপোর্ট