শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

এবার কি সারা বিশ্বে একই দিনে ঈদ?

প্রতিবেদক
admin
মার্চ ২৯, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) পবিত্র ঈদুল ফিতর কবে হবে তা ইতোমধ্যে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভারত। সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের বরাত দিয়ে এসব দেশের ঈদের তারিখ জানিয়েছে দেশটির গণমাধ্যম গালফ নিউজ ও খালজি টাইমস।

গণমাধ্যম দুইটি জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে বাংলাদেশে আগামী সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, রমজানের ২৮তম দিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আগামীকাল রোববার (৩০ মার্চ) বাংলাদেশ খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আরব ও ইসলামিক বিশ্বে ২৯ মার্চ (২৯ রমজান) শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ, ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর। খালি চোখে, টেলিস্কোপে অথবা অন্য কোনো উপায়ে আগামী ২৯ মার্চ শাওয়াল বা ঈদুল ফিতরের চাঁদ দেখা ‘সম্ভব নয়’ বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

সংস্থাটি আরও জানায়, যেসব দেশ শুধুমাত্র চাঁদ দেখে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে সেসব দেশে এবারের রমজান মাসটি ৩০ দিনের হতে যাচ্ছে। যার অর্থ মধ্যপ্রাচ্যের সৌদি এবং ইসলামিক বিশ্বে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।

এবার ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য মতে। তাদের তথ্য মতে, এবার সৌদি আরবসহ সারা বিশ্বের অধিকাংশ দেশ একই দিনে ঈদ উদযাপন করতে পারে।

এদিকে, রেওয়াজ অনুযায়ী, সৌদি আরবে যেদিন ঈদ উদ্‌যাপিত হয়, তার পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। কিন্তু সৌদি আরবে আজ শনিবার (২৯ মার্চ) চাঁদ দেখা গেলে ঈদ হবে সোমবার (৩১ মার্চ)। আর এটি শনিবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর নিশ্চত হওয়া যাবে। আর বাংলাদেশে আগামীকাল রোববার (৩০ মার্চ) খালি চোখে চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সে হিসেবে বাংলাদেশেও ঈদ সোমবার (৩১ মার্চ) হতে পারে।

এর আগে, বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে গালফ নিউজ।

এরপর আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

গালফ নিউজ জানায়, আগামীকাল রোববার (৩০ মার্চ) রমজানের ২৮ তম দিনে সুর্যাস্তের সঙ্গে সঙ্গে মালয়েশিয়া খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যা ঈদের শুরুর ইঙ্গিত দেয়।

এরপর আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া। দেশটিতেও আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে গালফ নিউজ।

সর্বশেষ - ক্যাম্পাস