(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোম বা মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হতে যাচ্ছে। অর্ধযুগের বেশি সময় পর লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে এবার ঈদ উদ্যাপন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছেলে তারেক রহমান, পুত্রবধূ, আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তিন নাতনির সঙ্গে লন্ডনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন তিনি। দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির অধিকাংশ সিনিয়র নেতা এবার ঢাকাতেই ঈদ করবেন। তবে অনেকেই ঈদের পরদিন নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, দলের অধিকাংশ নেতা এবার ঢাকায় ঈদ করবেন। ঈদের পরদিন মহাসচিব নিজ এলাকা ঠাকুরগাঁও যাবেন। -নিউজ ডেস্ক