শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

প্রতিবেদক
admin
মার্চ ২৯, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোম বা মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হতে যাচ্ছে। অর্ধযুগের বেশি সময় পর লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে এবার ঈদ উদ্‌যাপন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছেলে তারেক রহমান, পুত্রবধূ, আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তিন নাতনির সঙ্গে লন্ডনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন তিনি। দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির অধিকাংশ সিনিয়র নেতা এবার ঢাকাতেই ঈদ করবেন। তবে অনেকেই ঈদের পরদিন নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাবেন।

প্রতিবারের ন্যায় এবারও ঈদুল ফিতরের নামাজের পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে দলটির নেতারা শুভেচ্ছা বিনিময় করবেন।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের নামাজ ঢাকায় আদায় করবেন। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ঢাকায় ঈদের নামাজ পড়বেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমানও ঈদ করবেন ঢাকায়। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান লন্ডনে ঈদ করবেন। গত বছর বিদেশে ঈদ করলেও এবার স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকায় ঈদ উদযাপন করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, দলের অধিকাংশ নেতা এবার ঢাকায় ঈদ করবেন। ঈদের পরদিন মহাসচিব নিজ এলাকা ঠাকুরগাঁও যাবেন। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস