(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সোমবার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন শেহবাজ শরিফ। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বিষয়টি নিয়ে লেখেন তিনি।
শেহবাজ শরিফ জানান, ফোনালাপে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
ইউনূসকে তার সুবিধামত সময়ে পাকিস্তান সফরেরও আমন্ত্রণ জানানোর কথাও লিখেন পাকিস্তানের সরকারপ্রধান।
পোস্টে ইনশাআল্লাহ লিখে শেহবাজ শরিফ লিখেন, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাচ্ছেন।
বাংলাদেশের সংগীতশিল্পী রুনা লায়লাসহ বাংলাদেশের একটি সাংস্কৃতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। -নিউজ ডেস্ক