সোমবার , ৩১ মার্চ ২০২৫ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লিদের ঢল

প্রতিবেদক
admin
মার্চ ৩১, ২০২৫ ৫:২৪ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাতের কার্যক্রম শুরু করেছে। সকাল থেকেই বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় করতে মসজিদে এসেছেন, যা এক বিশাল জমায়েত সৃষ্টি করেছে। ঈদের দিন সকালে, সোমবার (৩১ মার্চ) মসজিদের মূল প্রাঙ্গণ এবং বারান্দা প্রায় পূর্ণ হয়ে গেছে। মসজিদের আঙিনা কানায় কানায় পূর্ণ হওয়ার আগেই মুসল্লিরা বিভিন্ন নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও তসবিহ পাঠে ব্যস্ত ছিলেন।

এদিন মসজিদে ঈদের জামাতে অংশ নিতে শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধ সবাই একত্রিত হয়েছেন। ঈদের নামাজ আদায়ে মসজিদে মুসল্লিদের আগমনের ঢল ছিল চোখে পড়ার মতো। এর পাশাপাশি মসজিদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মসজিদের বিভিন্ন প্রবেশপথে পোশাকধারী পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মোহাম্মদ ইমরান নামের একজন মুসল্লি জানান, প্রতি বছর তিনি বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করতে আসেন। এ বছরও প্রচুর মানুষের সঙ্গে একসঙ্গে নামাজ পড়তে পারা তার জন্য এক ভিন্ন অনুভূতি। পুরান ঢাকার বাসিন্দা আব্দুল মালেক বলেন, ‘এখানে নামাজ পড়লে ঈদের আনন্দ আরও বেড়ে যায়। বিশেষ করে প্রথম জামাতের সময়টায় এক ধরনের আধ্যাত্মিক অনুভূতি কাজ করে, যা আমাকে ছোটবেলা থেকেই আকৃষ্ট করেছে।’

মিরপুর থেকে আসা রাশেদুল ইসলাম বলেন, ‘এটা আমার প্রথম ঈদ জামাত বায়তুল মোকাররমে, এতো মানুষের সাথে একসাথে নামাজ পড়া এক অসাধারণ অনুভূতি।’

এছাড়া, এবারের ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে, এবং এক ঘণ্টা পর পর আরও তিনটি জামাত অনুষ্ঠিত হবে, শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে হবে। প্রথম জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী এবং মুকাব্বির হিসেবে রয়েছেন মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

এছাড়া, দ্বিতীয় জামাতে ইমাম হিসেবে আছেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান খাদেম মো. নাসির উল্লাহ। তৃতীয় জামাতে ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান এবং মুকাব্বির হিসেবে রয়েছেন খাদেম মো. আব্দুল হাদী। চতুর্থ জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মুশতাক আহমদ, এবং পঞ্চম জামাতে মুফতি মো. আব্দুল্লাহ ইমামের দায়িত্ব পালন করবেন। -নিউজ ডেস্ক

সর্বশেষ - ক্যাম্পাস