বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে ফেইসবুকে বিশ্বনবীকে (সাঃ) নিয়ে কটুক্তি : গ্রেফতারের দাবীতে বিক্ষোভ

প্রতিবেদক
admin
এপ্রিল ৩, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে মহানবী মুহাম্মাদকে (সাঃ) কটুক্তি করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ার ঘটনায় ফুসে উঠেছে দিনাজপুরবাসি।  এ ঘটনার প্রতিবাদে ও অপরাধীর শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ পালন করেছে দিনাজপুরবাসি। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
গত বুধবার (২ এপ্রিল ২০২৫) তারিখে দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের বনতাড়া বালুপাড়া গ্রামের সবুজ দাস নামে যুবক ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, “তোমার নবী তো লুচ্চা ৫৩ বয়সে ৬ বছরের আয়েশাকে বিয়ে করেছেন কেমন নবী তোমার।” স্থানীয় এলাকাবাসী ফেসবুকের এ স্ট্যাটাস দেখে ক্ষিপ্ত হয়ে সবুজ দাসের বাড়ি ঘর গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বৃহস্পতিবার সকার ১১টায় বিশ্বনবী হযরত মুহাম্মদাে ( সা:) নিয়ে কটুক্তি করায় দিনাজপুর সদর উপজেলার মোহনপুর ব্রিজে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তৌহিদি জনতা ও মুসুল্লিরা।
 খবর পেয়ে দিনাজপুরের প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত সবুজ দাসকে গ্রেফতার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আশ্বাসের প্রেক্ষিতে দীর্ঘ প্রায় ৪ ঘন্টা পর সডক অবরোধ তুলে নেয় তৌহিদি জনতা।
এদিকে অবরোধের কারণে সড়কের উভয় পাশে যাত্রীবাহী বাস মিনিবাস ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। প্রশাসনের সহায়তায় স্থানীয়রা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত সবুজ দাসকে পুলিশ এখনো আটক করতে পারেনি। তবে মুঠোফোনে স্ট্যাটাস দেওয়া সেই যুবককে গ্রেপ্তারের অভিযান চালিয়ে যাচ্ছেন তারা। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত তাকে ধরে আইনের আওতায় আনা হোক। না হলে কঠিন থেকে কঠিন পদক্ষেপ নেবে বলে জানান তারা। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় জনতা অভিযুক্ত সুবজ দাসের বাড়ীতে  হামলা করবে এমন খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সর্বশেষ - ক্যাম্পাস