আব্দুস সালাম,হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) উত্তরবঙ্গের প্রাচীনতম পত্রিকা, দৈনিক উত্তরা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, প্রয়াত অধ্যাপক মুহম্মদ মহসীনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল ২০২৫ বুধবার সকালে দিনাজপুরের রামনগরে মরহুমের নিজস্ব বাসভবনে এ স্মরণসভা আয়োজন করা হয়।
এসময় দৈনিক উত্তরা পত্রিকার সম্পাদক আহমদ জাকি সুমন মহসীন, সহকারী সম্পাদক মো. আবুল কালাম আজাদ, বার্তা সম্পাদক মিন্নাতুল্লাহ (মিন্নাত), চিফ রিপোর্টার আব্দুস সালাম এবং স্টাফ রিপোর্টার মো. ইসমাইল হোসেনসহ পত্রিকার দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের জেলা ও উপজেলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দৈনিক উত্তরা পত্রিকার বর্তমান সম্পাদক আহমদ জাকি সুমন মহসীন বলেন, আমার মরহুম পিতা, অধ্যাপক মুহম্মদ মহসীন শুধু একজন সম্পাদক ছিলেন না, তিনি উত্তরবঙ্গের গণমাধ্যমের অগ্রযাত্রার অন্যতম পথিকৃৎ। তার নেতৃত্বগুণ এবং সততার আদর্শ আজও আমাদের অনুপ্রাণিত করে।
চিফ রিপোর্টার আব্দুস সালাম বলেন, অধ্যাপক মুহম্মদ মহসীন শুধু একজন সম্পাদক নন, তিনি ছিলেন উত্তরবঙ্গের গণমাধ্যম জগতের বাতিঘর। তার সততা, নিষ্ঠা এবং নেতৃত্ব আমাদের সামনে পথচলার উদাহরণ। তিনি দেখিয়ে গেছেন কীভাবে সাংবাদিকতা শুধু পেশা নয়, বরং সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। আজ আমরা তাকে স্মরণ করছি কৃতজ্ঞতা এবং ভালোবাসায়, তার আদর্শ আমাদের অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবং এতিমদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে বিকেল ৩ টায় স্মরণসভা শেষ হয়।