বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে আবেদন

প্রতিবেদক
admin
এপ্রিল ১০, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সাবেক যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ১০ জনের বিরুদ্ধে ‘রেড অ্যালার্ট’ জারি করতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) কাছে আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) আবেদনটি করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট দফতরে আবেদনটি করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্যমতে— সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন করা হয়েছে।

মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, আবেদনে উল্লেখ করা আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - রাজনীতি