(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ফের চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে ডাকাতরা।
বাসের যাত্রীরা জানান, সাভার পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসে। বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা কয়েকজন ডাকাত অস্ত্র দিয়ে যাত্রীদের জিম্মি করে। পরে তারা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে ব্যাংক টাউনে এলাকাতেই নেমে যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি দারুসালাম থানায় আটক রয়েছে। আমাদের থানার পুলিশের একটি টিম দারুসালাম থানায় পাঠিয়েছি। মূলত ডাকাতরা চন্দ্রা বা গাজীপুর এলাকা থেকে যাত্রীবেশে বাসে এসে ডাকাতি করছে বলে জানান তিনি।
এর আগে, গত ৪ এপ্রিল বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ছাড়া গত ২৪ মার্চ রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরী গেট এলাকায় চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। পরে জড়িত সন্দেহে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের বাসের চালক ও তার হেলপারকে পুলিশের হাতে তুলে দেন যাত্রীরা।
গত ২ মার্চ সাভারের ব্যাংক টাউন এলাকার সেতু থেকে একটু সামনে ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের একটি বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় অন্তত ২০ থেকে ২৫ যাত্রীর মোবাইল ফোন ও মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় ডাকাতরা। -ডেস্ক রিপোর্ট