আকতার হোসেন বকুল (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) জয়পুরহাট জেলা ছাত্রদলের উদীয়মান ছাত্রনেতা মোঃ শামীম হোসেনকে হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড পিস্তলের গুলি বর্ষণ করা হয়। দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে অল্পের জন্য বেঁচে যায় তরুন এ ছাত্রনেতা। জনতা একটি পিস্তল ও ৫’রাউন্ড গুলি সহ ভাড়াটে এক কিলারকে আটক করলেও ৫’জন পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী যুবদল নেতা হারুন ও সাংবাদিক নবিরুল ইসলাম বলেন, গতকাল পহেলা বৈশাখ উপলক্ষে সারাদিন উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠান শেষে রাত সাড়ে নয়টার সময় পৌর সুপার মার্কেটে বায়েজিদের কাপড়ের দোকানের সামনে ব্যবসায়ীক ও রাজনৈতিক আলোচনা করছিলেন শামীম। এসময় ২’টি মোটরসাইকেল যোগে ৬’জন ভাড়াটিয়া সন্ত্রাসী কিলার দোকানের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে হেলমেট পরা একজন আঙ্গুল উচিয়ে অন্যদের দেখিয়ে দিয়ে বলে, ইনি শামীম। শামীমকে দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অন্যরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়তে থাকে। এসময় ছাত্রনেতা শামীম দোকানে শুয়ে পরলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রাণে বেঁচে যায়। যুবদল নেতা সজল বলেন, সন্ত্রাসীরা গুলি ছুটতে ছুটতে একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও অপর মোটরসাইকেল ফেলে ৩’জন দৌড়ে পালানোর সময় জনতা পিস্তল সহ ১’জনকে আটক করে পুলিশে দেয়। সাংবাদিক দবিরুল ইসলাম বলেন, ঘটনার সময় আমিও ছাত্রদল নেতা শামীমের পাশে বসেছিলাম। এত কাছে থেকে কিলারেরা ছাত্রনেতাকে হত্যার উদ্দেশ্যে তাদের ছোঁড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এজন্য সাংবাদিক দবিরুল বলেন, রাখে আল্লাহ মারে কে?
পাঁচবিবি থানায় ওসি মইনুল ইসলাম বলেন, জনতার হাতে আটক সন্ত্রাসীর বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কুষ্টপুর গ্রামের মোঃ শাহাদত মোল্লার ছেলে মোঃ রুবেল হোসেন (২৭)। তাকে অস্ত্র আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।