বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে বিরামপুরে বিএনপি’র সংবাদ সম্মেলন

প্রতিবেদক
admin
এপ্রিল ১৬, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ

মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি, বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত পহেলা বৈশাখের অনুষ্ঠানে সামান্য বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে অসত্য তথ্য প্রচারে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপি’র সহ-সভাপতি রবিউল করিম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক টুটুল বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা শিরন আলম সহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু বলেন, উপজেলা প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখের পান্তা-মাছের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীর সাথে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর সামান্য ভুলবুঝাবুঝি হয়। পরবর্তীতে উভয় পক্ষ তা মিমাংসা করে নেয়। কিন্তু ছোট এ বিষয়টিকে কেন্দ্র করে কিছু সাংবাদিক বিএনপি’র নেতাকর্মীদের জড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভুল তথ্য প্রেরণ করে সংবাদ প্রকাশ করে। বিএনপি’র নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করায় সংবাদ সম্মেলনে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের অনুরোধ জানানো হয়।

সর্বশেষ - অন্যান্য

সর্বোচ্চ পঠিত - অন্যান্য