(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করা শুধু জামায়াতের দলীয় ইস্যু না, এটা ন্যায়বিচারেরও ইস্যু বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মির্জা গালিব বলেন, জামায়াত ইস্যুতে বাংলাদেশের লিবারেল আরবান সমাজে (এবং আওয়ামী গ্রামীণ সমাজেও) যে ট্যাবু ছিল/আছে, সেটা ফেলে দেবার সময় আসছে এখন। ৭১ নিয়ে জাতির সঙ্গে জামায়াতের বোঝাপড়া বাকি আছে এটা যেমন সত্য, তেমনি যে ট্রাইব্যুনালে জামায়াতের নেতাদের বিচার হয়েছে এবং ফাঁসি দিয়েছে, এটা যে একটা প্রহসনের বিচার ছিল, জুলুম ছিল, এইটাও সত্য।
তিনি বলেন, ট্রাইব্যুনালে আটক জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম যে এতদিনে মুক্তি পান নাই, এটা ক্লিয়ারলি এই কারণে যে, আমরা আপামর বাংলাদেশিরা, আন-কন্ডিশনালি ন্যায়বিচারের পক্ষে দাঁড়াইতে পারছি না। ‘এটিএম আজহারুল ইসলামের যে মামলা ট্রাইব্যুনালে আছে, এটা একটা মেরিটবিহীন মিথ্যা মামলা। তার মুক্তি দাবি করা শুধু জামায়াতের দলীয় ইস্যু না, এটা আমাদের সবার, ন্যায়বিচারের ইস্যু’।
বাংলাদেশের মানুষের উদ্দেশে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এই সহকারী অধ্যাপক আরও বলেন, আমাদের মধ্যে যারা জামায়াতের রাজনীতি অপছন্দ করেন, তারা যদি মনে করেন, অন্যায়ভাবে ফাঁসি আর আয়নাঘরের নির্যাতন ঠিকই আছে, তাইলে আগামী দিনে আমরা যে বাংলাদেশ বানাতে চাই, আমরা এখনো তার উপযুক্ত হয়ে উঠতে পারি নাই। সরি, সিলেক্টিভ জাস্টিস ইজ নট আ জাস্টিস এট অল।