(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। এই মেসেজিং অ্যাপ যারা ডেস্কটপে লইগন করেন তাদের সামনে বড় বিপদ! কেননা, ঝুঁকিতে আছেন এসব ব্যবহারকারীরা। তাই কম্পিউটার ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ বর্তমানে স্ক্যামারদের অত্যন্ত পছন্দের জায়গা হয়ে উঠেছে। আসলে এই অ্যাপ যথেচ্ছ ভাবে ব্যবহৃত হয়। আর তাই জনপ্রিয় এই মেসেজিং অ্যাপেই প্রতারণার ফাঁদ পাতছে স্ক্যামাররা। এই ধরনের সমস্যা হোয়াটসঅ্যাপের ৪০০ মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারীর অবাঞ্ছিত মনোযোগ আকর্ষণ করেছে। হ্যাকাররা যদি এই ঝুঁকিগুলোকে কাজে লাগিয়ে ফেলতে পারে, তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা স্পুফিং অ্যাটাকের ঝড়ের মুখে পড়তে পারেন। এটাই জানা গিয়েছে সিকিউরিটি অ্যালার্ট থেকে।
ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অথবা সিইআরটি-ইন গত ৯ এপ্রিল অত্যন্ত গুরুতর সতর্কতা জারি করেছিল।
সিইআরটি-ইন জানিয়েছে, এমআইএমই (MIME) টাইপ এবং ফাইল এক্সটেনশনের মধ্যে ভুল কনফিগারেশনের কারণে এই ঝুঁকি দেখা দিয়েছে। যা ভুলভাল অ্যাটাচমেন্ট খুলতে ব্যবহারকারীকে বাধ্য করে। আর ম্যালিশাস অ্যাটাচমেন্ট তৈরি করে এই ঝুঁকিগুলোকে কাজে লাগাতে পারে একজন হামলাকারী। যা ম্যানুয়ালি হোয়াটসঅ্যাপ খোলার ক্ষেত্রে একটা পছন্দসই কোড তৈরি করে। এই সিকিউরিটি রিস্ক বেশিরভাগ ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপের সঙ্গে যুক্ত। যা উইন্ডোজ পিসিতে রান করে।
সিইআরটি-ইনের পক্ষ জানানো হয়েছে, এই ধরনের স্পুফ অ্যাটাকের ঝুঁকির মুখে পড়ে উইন্ডোজ ভার্সনের ২.২৪৫০.৬-এর আগের ভার্সনের ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। -ডেস্ক রিপোর্ট
সমাধান কী?
হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ব্যবহারকারীদের লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে। কিন্তু আপডেট করার জন্য কী কী করণীয়, সেটাই দেখে নেওয়া যাক।
হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপের লেটেস্ট ভার্সনে আপডেট করার উপায়-
১. প্রথমে Microsoft Store থেকে WhatsApp আপডেট করতে পারেন ব্যবহারকারীরা।
২. এবার Microsoft Store-এ WhatsApp Messenger খুঁজে বের করতে হবে।
৩. এরপর Update-এর উপর ক্লিক করতে হবে।