বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ভ্রাতৃত্ব ও সমৃদ্ধির বাংলাদেশ চায় ছাত্রশিবির

প্রতিবেদক
admin
এপ্রিল ২৩, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ

আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে ছাত্রশিবিরের কর্মীদেরকে আধুনিক জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে। একইসাথে শিবিরকর্মীদের মধ্যে সততা থাকা অপরিহার্য। তিনি সকলকে সততার সাথে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বুধবার (২৩ এপ্রিল, ২০২৫) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখা আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবির সভাপতি আরও বলেন, জুলাই স্পিরিটকে ধারণ করে এ দেশকে ও সমাজকে এগিয়ে নিতে হবে। এটাই আমাদের সকলের প্রত্যাশা।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, নির্বাচন হবে এবং হওয়া উচিত। তবে তা যেন একেবারে দীর্ঘায়িত না হয়, আবার খুব তাড়াহুড়া করেও যেন না হয়। তিনি বলেন, ৫ আগস্টের পর সংস্কারগুলোর কোন দৃশ্যমান ফলাফল এখনও দেখা যাচ্ছে না। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, এটাই আমরা চাই।

দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মোশফিকুর রহমানের সভাপতিত্বে এবং শহর শিবিরের সেক্রেটারি মাসুদ রানার সঞ্চালনায় উক্ত ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। এছাড়াও সমাবেশে দিনাজপুর শহর ছাত্রশিবিরের কয়েকজন সাবেক দায়িত্বশীল বক্তব্য রাখেন।

এদিকে, ছাত্র সমাবেশের পর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম স্থানীয় বন্ধন কমিউনিটি সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, জুলাই আগস্টের পর মানুষের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার মতো একটি অবস্থা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ছাত্রশিবির ভ্রাতৃত্ব ও সমৃদ্ধির বাংলাদেশ চায়। আমাদের প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জ রয়েছে এবং এই চ্যালেঞ্জগুলো সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। দেশ গঠনে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। তাহলেই আমরা একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে সক্ষম হবো। তিনি আরও দৃঢ় কণ্ঠে বলেন, ছাত্রশিবির একটি আদর্শিক বিজয় চায় এবং এই বিজয়ের জন্য প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও তারা প্রস্তুত রয়েছে।

উক্ত সুধী সমাবেশে দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান ও সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির নেতা গ্রেফতার

মেসির চুমু আঁকা সেই বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

সেনানিবাসে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ

কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন মাসুদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাব জব্দ

হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো নাটক ছিল: মাহমুদুর রহমান

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর লোকদেখানো-প্রতারণা: নাহিদ

রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ

বিরামপুরে বিএনপি’র ২১ হাজার চারা বিতরণ

২১ বছরে দুর্ঘটনার কবলে বিমানবাহিনীর ২৬টি বিমান