(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে আছে ৬৪ রানে। তবে টাইগারদের এই লিড আরও বাড়তে পারতো। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ২২৭ রানে অল আউট হওয়ার টাইগাররা ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই পেয়েছিল ১১৮ রানের দেখা। ওপেনার সাদমান ইসলাম পেয়েছিলেন সেঞ্চুরি। তবে দিনের শেষ পর্যন্ত এ ধারা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।
চা বিরতির আগে টানা দুই বলে দুই উইকেট হারানোর শেষবেলায় বাংলাদেশ হারিয়েছে আরও চার উইকেট। তাই সাদমানের সেঞ্চুরির পরও টাইগারদের লিড কেবল ৬৪ রানের। দিনশেষে সংবাদ সম্মেলনে এসে সাদমানও লিড বাড়াতে না পারা নিয়েই আক্ষেপ করেছেন। সাদমান বলেন, ‘আমরা ভালো অবস্থায় ছিলাম। আমার কাছে মনে হয়, ৩টা উইকেট বেশি হয়ে গেছে। আমরা যদি ওই উইকেটগুলো না হারাতাম, ১০০–এর বেশি লিডে থাকতাম। আমরা একটা ভালো অবস্থানে ছিলাম, কিন্তু ওখান থেকে হয়তো আমরা একটু পিছিয়ে আছি।’
এদিকে নিজের ইনিংস নিয়ে সাদমান বলেন, ‘এমন কোনো (ইনটেন্ট) নিয়ে ব্যাটিং করি না। অবশ্যই সুযোগ এলে বাউন্ডারি মারার চেষ্টা করি। কখন কীভাবে খেলতে হয়, মাঠে বল যে রকম আসে, মেরিট অনুযায়ী খেলি।’
এনামুল হক বিজয়ের সঙ্গে আজ ১১৮ রানের উদ্বোধনী জুটির বিষয়ে সদমান বলেন, ‘উনি অনেক অভিজ্ঞ, সিনিয়র খেলোয়াড়। আমরা তো দেখেছি উনি সব সময়ই রান করে থাকেন। আজকে যে রকম শুরু করেছিলেন, খুব ভালো অবস্থায় ছিলেন, ভালো করছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আউট হয়ে গেছেন।’ -ডেস্ক রিপোর্ট