বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

‘প্রবাসীদের বঞ্চিত করে নির্বাচন আরেকটি বৈষম্যের শামিল’

প্রতিবেদক
admin
মে ১, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রবাসী শ্রমিকদের দেশ কী দিতে পেরেছে? তারা দেশে ফিরে আসার পর পরিবারের বোঝা হয়ে যায়। ক্ষমতা নির্ধারণে যাতে প্রবাসীদেরও ভোটের মূল্যায়ন হয়, সেটা আমরা চাই। তাদের বঞ্চিত করে নির্বাচন আরেকটি বৈষম্যের শামিল।

মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (০১ মে) বিকেলে রাজধানীর বাংলামটরে এনসিপির শ্রমিক উইংয়ের আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, শ্রমিকদের অধিকারের জায়গা আমরা এখনও প্রতিষ্ঠিত করতে পারিনি। ভোট সংস্কৃতির কারণে শ্রমিকরা সংখ্যায় খাতা কলমে থেকে গেছেন। আমরা চাই, প্রতিটা মানুষ এবং শ্রমিক নাগরিক হয়ে উঠবে।

তিনি আরও বলেন, ক্ষমতায় যারাই আসুক তাদের মনে রাখতে হবে শ্রমিকদের অধিকার বুঝিয়ে দেওয়া আপনার কর্তব্য।

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট প্রয়োগের অধিকার দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক।

সর্বশেষ - সম্পাদকীয়